শিশু পুষ্টি ও নারীর কর্মসংস্থানে আরও ১০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

আলোকিত প্রতিবেদক : বিশ্বব্যাংক আগামী দুই বছরে বাংলাদেশকে আরও ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে।

এ টাকা শিশুদের পুষ্টি এবং নারীদের কর্মসংস্থানে ব্যয় করা হবে।

সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সাংবাদিকদের এ তথ্য জানান।

জিম ইয়ং কিম বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশে সহায়তা বাড়ানোর চেষ্টা করছে। এ ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনে তহবিল বাড়ানোর বিষয়টি প্রাধান্য পাবে।

তিনি আরও বলেন, সব ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে মানবসম্পদ উন্নয়ন এবং নারীর কর্মসংস্থানের বিষয়টিতে আরও গুরুত্ব দিতে হবে।