৬৮ বছরের মধ্যে সবচেয়ে উজ্জ্বল সুপারমুন

আলোকিত প্রতিবেদক : গত ৬৮ বছরের মধ্যে সবচেয়ে উজ্জ্বল চাঁদ দেখা গেছে সোমবার রাতে।

সুপারমুন হিসেবে পরিচিত চাঁদের এ রকম উজ্জ্বলতা শেষবার দেখা গিয়েছিল ১৯৪৮ সালে।

১৮ বছর পর ২০৩৪ সালের ২৫ নভেম্বর তা আবারও দেখা যাবে।

সুপারমুন দেখতে অন্যান্য দেশের মত সন্ধ্যায় রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে নানা আয়োজন ছিল।

জ্যোতির্বিদরা বলছেন, সোমবার চাঁদ পৃথিবীর ৩ লাখ ৫৬ হাজার ৫০৯ কিলোমিটারের মধ্যে এসে পড়ে।

সুপারমুনের বৈজ্ঞানিক নাম পেরিজি মুন। পেরিজি অর্থ পৃথিবীর নিকটতম।

চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন তাকে সুপারমুন বলা হয়।

এবারের সুপারমুন সবচেয়ে ভালভাবে দেখতে পেয়েছেন উত্তর আমেরিকার মানুষ।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার সাংবাদিকদের জানান, সাধারণ সুপারমুনের ক্ষেত্রে চাঁদ ১২ শতাংশ বড় ও ১৪ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। কিন্তু সোমবারের সুপারমুন ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখিয়েছে।