২০ কোম্পানির লাইসেন্স বাতিল : ১৪টির অ্যান্টিবায়োটিকে নিষেধাজ্ঞা

আলোকিত প্রতিবেদক : মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়ায় এক্সিম ফার্মাসহ ২০ কোম্পানির লাইসেন্স বাতিলের আদেশ বহাল রেখেছেন আদালত।

এ ছাড়া আদ-দ্বীন ফার্মাসহ ১৪ কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ছিল উল্লেখ করে এ আদেশ দেন।

মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০ কোম্পানি হল : এক্সিম ফার্মা, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মা, ডলফিন ফার্মা, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মা, মেডিকো ফার্মা, ন্যাশনাল ড্রাগ, নর্থ বেঙ্গল ফার্মা, রিমো কেমিক্যাল, রিড ফার্মা, স্কাইল্যাব ফার্মা, স্পার্ক ফার্মা, স্টার ফার্মা, সুনিপুণ ফার্মা, টুডে ফার্মা, ট্রপিক্যাল ফার্মা ও ইউনিভার্সেল ফার্মা।

মানসম্মত অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যর্থ ১৪টি কোম্পানি হল : আদ-দ্বীন ফার্মা, আলকাদ ল্যাবরেটরিজ, বেলসেন ফার্মা, বেঙ্গল ড্রাগস, ব্রিস্টল ফার্মা, ক্রিস্টাল ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, মিল্লাত ফার্মা, এমএসটি ফার্মা, অরবিট ফার্মা, ফার্মিক ল্যাবরেটরিজ, পনিক্স কেমিক্যাল, রাসা ফার্মা ও সেভ ফার্মা।