গাজীপুরে লীরা গ্রুপের বনের জমি দখলের ঘটনায় তদন্ত কমিটি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভবানীপুরে লীরা গ্রুপের বনের জমি দখলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।

সহকারী বন সংরক্ষক নূরুল করিমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ২৮ জানুয়ারি আলোকিত নিউজ ডটকমে ‘গাজীপুরের ভবানীপুরে বনের জমি গিলছে লীরা গ্রুপ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে তোলপাড়। পরে বন বিভাগ ওই তদন্ত কমিটি গঠন করে।

রাজেন্দ্রপুর রেঞ্জের সিংড়াতলী বিট কর্মকর্তা আবুল হাসেম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

যেভাবে দখল : ভবানীপুর বাজার হয়ে পশ্চিম দিকে স্কুল রোডে লীরা ডোরস লিমিটেড। কারখানার দক্ষিণ দিক দিয়ে বনের জমি টিনের বেড়ায় ঢেকে নির্মাণ কাজ চলে।

বনের ১২৫০ নং দাগের ওই জমি আগে ইমাম হাজির দখলে ছিল। জমির পরিমাণ প্রায় ২৬ শতাংশ। পরে লীরা গ্রুপ সমঝোতা করে তা দখলে নেয়।

ঘটনাটি প্রকাশ্যে ঘটলেও স্থানীয় বন কর্মকর্তারা কোন ব্যবস্থা নেননি।

আরও খবর