কালীগঞ্জে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে প্রায় ১০ কিলোমিটার এলাকার দুই হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পৌর এলাকায় এ অভিযান চালায় তিতাস গ্যাসের টঙ্গী জোনাল অফিস।

টঙ্গী জোনের ম্যানেজার অজিত চন্দ্র দেব জানান, অভিযানে উত্তর ভাদার্ত্তী, মুনশুরপুর, টেকপাড়া, মূলগাঁও, চরপাড়া ও দেওপাড়া গ্রামের দুই হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় রাইজারগুলো জব্দ ও অন্তত তিন হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, এর মধ্য দিয়ে উপজেলাটি প্রায় অবৈধ গ্যাস সংযোগমুক্ত হয়েছে। অবৈধ সংযোগের খবর পেলে আবারও অভিযান চালানো হবে।

আরও খবর