অনুসন্ধানী সাংবাদিকতাকে স্বাগত জানাবে দুদক

আলোকিত প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সাংবাদিকতার মূল বিষয় হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। এ সাংবাদিকতা চলমান থাকুক। আপনারা নিরুৎসাহিত হবেন না।

তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সত্য প্রকাশ করবেন। আমার বা কোন কর্মকর্তার বিরুদ্ধে হোক, আপনারা লিখবেন। অনুসন্ধানের তথ্য যদি আপনারা না দেন, তাহলে প্রতিষ্ঠান চলবে না।

মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, ৫৭ ধারা বা ডিজিটাল আইন সম্পর্কে তেমন ধারণা নেই। তবে আপনাদের ভয়ের কোন কারণ নেই। দুদক অনুসন্ধানী প্রতিবেদনকে স্বাগত জানাবে।

তিনি আরও বলেন, দুদকের পক্ষ থেকে কোন প্রতিবেদনের জন্য মামলা-টামলা হবে না। এমনকি এখন পর্যন্ত কোন প্রতিবেদনের জন্য প্রতিবাদও করা হয়নি।

পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বলেন, সাংবাদিকতা কোন আইন দিয়ে থেমে থাকেনি। আইন করে কোন ভাল কাজকে আটকানো যাবে না। আইন হয় খারাপদের জন্য।

আরও খবর