ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে জাতি

নিজস্ব প্রতিবেদক : আজ একুশে ফেব্রুয়ারি। মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।

১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা প্রিয় ভাষার জন্য জীবন উৎসর্গ করেন।

তাদের প্রত্যয়দীপ্ত আন্দোলনে বাঙালি জাতির চেতনা প্রকম্পিত হয়।

আন্দোলনের ঘূর্ণিপাকে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তান নিয়ন্ত্রিত বাহিনী।

সালাম, বরকত, রফিক, জব্বারসহ অকুতোভয় প্রাণের তাজা রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা পায় আমাদের মায়ের ভাষা।

পরম মমতায় প্রস্ফুটিত হয় গৌরবের বাংলা ভাষা।

আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে।

বীর ভাষা শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে জাতি।

নানা রঙের ফুলে ফুলে শ্রদ্ধা জানিয়ে গাওয়া হচ্ছে কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’