খোকা ও জামায়াত নেতা শফিকসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আলোকিত প্রতিবেদক : রমনা থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে অন্যতম হলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান ও শফিকুল ইসলাম মাসুদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় সুপ্রভাত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করলে বাসটিতে আগুন ধরে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি রিকশাকে চাপা দেয়। এতে আতিকুর রহমান নামে একজন নিহত হন।

মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলুকেও আসামি করা হয়।

আরও খবর