গাজীপুরে যুবলীগ নেতা জালাল হত্যা মামলায় ১১ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আলোচিত যুবলীগ নেতা জালাল সরকার হত্যা মামলায় ১১ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক ফজলে এলাহী ভূইয়া ওই রায় ঘোষণা করেন। আদালত প্রতিবেদক মো. মনির হোসেন জানান, বিচারক পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা আড়াইটায় এজলাসে বসেন। পরে তিনি রায় পড়ে শোনান। রায়ে ১১ আসামির সবাইকে ফাঁসির আদেশ দেওয়া হয়। রায়ের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। রায় শুনে বাদীসহ সবাই সন্তোষ প্রকাশ করেন। মামলা সূত্রে জানা যায়, জেলার কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জালাল সরকারকে ২০০৩ সালে বলখেলা বাজার এলাকায় প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মামলার আসামিরা বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত। আসামিদের মধ্যে বেলায়েত হোসেন বিল্টু, আবদুল আলীম, ফারুক খান, আতাউর রহমান, জয়নাল আবেদীন ও ফরহাদ সরকার এখন জেলে। অপর পাঁচ আসামি হালিম ফকির, জুয়েল, জজ মিয়া, আলামিন ও মাহবুবুর রহমান পলাতক রয়েছেন। তাদের বাড়ি পাবুর গ্রামে। আসামি পক্ষ জানায়, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

 

আরও খবর