মালয়েশিয়ায় বিএনপির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় বিএনপির উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে রাওয়াংয়ের তেলেগুতালি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য জীবন দিয়েছে বলে কোন রেকর্ড নেই। যা একমাত্র বাংলাদেশের আছে। অথচ আজ বিয়ে কিংবা পারিবারিক অনুষ্ঠানে বাংলার চেয়ে হিন্দি গানই প্রাধান্য পাচ্ছে। ছোট ছোট ছেলে-মেয়েরাও হিন্দিতে কথা বলতে পছন্দ করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আহসান উল্লাহ হাসান, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার এম এ কাইয়ুম, বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সাধারণ সম্পাদক ওয়ালী জাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির রাওয়াং শাখার সভাপতি নজরুল ইসলাম মানিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক ফজলুল করীম সোহরাব।

আরও খবর