‘জয় বাংলা’ স্লোগান জয়কে দেশের সেবায় উদ্দীপ্ত করছে : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়েছি। তাদের বলেছি, তোমাদের কোন সম্পদ দিতে পারব না। তোমাদের একটি বড় সম্পদ যত পার শিক্ষা গ্রহণ কর। ওটাই তোমাদের জীবন-জীবিকা তৈরি করে দেবে।

আর তাদের জীবনের ভবিষ্যৎ তারা নিজেরাই ঠিক করবে। এ দায়িত্ব তাদের ওপরেই ছেড়ে দিয়েছি। কাজেই জয় ভবিষ্যতে কী করবে এটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করে।

প্রধানমন্ত্রী বলেন, সে (জয়) আমাদের সহযোগিতা করছে। আজকে যে ডিজিটাল বাংলাদেশ করছি, সেখানে যতটুকু অর্জন তার পরামর্শমতই হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সে জনগণের জন্য সেবা ও সাহায্য করছে। কোন কিছু পাওয়ার আশা বা নিতে আসেনি। সে যতটুকু পারছে দিচ্ছে। ‘জয় বাংলা’ স্লোগানের প্রেরণাই তাকে উদ্দীপ্ত করছে দেশের সেবা করতে। তার পথ সে নিজে দেখবে।

বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।