মুসলিম নারী নেতা হিসেবে বিশ্বের শীর্ষ ৫০ জনের তালিকায় শেখ হাসিনা ১০ম

আলোকিত প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ফরচুন ম্যাগাজিনের জরিপে বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর নারীদের মধ্যে ​তিনি আছেন পঞ্চম স্থানে।

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ম্যাগাজিনটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড গ্রেটেস্ট লিডার’ শিরোনামে ২০১৬ সালের তালিকায় স্থান পাওয়া ৫০ জনের মধ্যে ২৩ জনই নারী।

তালিকায় প্রথম স্থানে আছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। দ্বিতীয় স্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তৃতীয় স্থানে আছেন মিয়ানমারের অং সান সু চি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তালিকায় স্থান দেওয়ার কারণ হিসেবে বলা হয়, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র নারী নেতা হিসেবে শেখ হাসিনা দক্ষতার সঙ্গে ইসলামী ঐতিহ্য ও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন।

আরও খবর