ডায়াবেটিস : ইনজেকশনের বদলে আসছে ক্যাপসুল

আসলাম মল্লিক : আমাদের দেশের মত বিশ্বে ডায়াবেটিস একটি বড় ধরনের সমস্যা। একবার যিনি আক্রান্ত হন, সারা জীবন তাকে ভোগান্তি পোহাতে হয়।

যদিও একে নিয়ন্ত্রণে রাখার নানা ওষুধ প্রয়োগের পাশাপাশি জগিং ও হাঁটাচলার উপায় রয়েছে।

এই ওষুধের মধ্যে একটি হচ্ছে ইনসুলিন। যা নিতে হয় ইনজেকশনের মাধ্যমে।

তবে এখন ইনজেকশনের বদলে ক্যাপসুল উদ্ভাবিত হয়েছে। যা অত্যন্ত ফলদায়ক ও ইনসুলিনের মতই কার্যকর। এটি খাওয়ার সাথে সাথে রক্তে চিনির মাত্রা দ্রুত স্বাভাবিক স্তরে নেমে আসবে।

যুক্তরাজ্যের সান পত্রিকার খবরে বলা হয়, ওই ক্যাপসুল ব্যবহার করে যুক্তরাজ্যে দৈনিক ৪০ লাখ মানুষ ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নেওয়ার হাত থেকে রেহাই পাবে।

ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের নায়াগ্রা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল উদ্ভাবন করেছে।

এটি আমেরিকান কেমিক্যাল সোসাইটির সভায় উপস্থাপন করা হবে। এর আগে প্রাণী দেহের ওপর আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।