মিয়ানমারে জরুরি অবস্থা জারি, সু চি ও প্রেসিডেন্ট আটক

ডেস্ক নিউজ : মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী।

একই সাথে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার সকালে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন মন্ত্রীকে আটকের পর এ ঘোষণা দেওয়া হয়।

মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে এ তথ্য জানানো হয় বলে বার্তা সংস্থা এএফপি জানায়।

গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

কিন্তু সেনাবাহিনী ভোটে জালিয়াতির অভিযোগ তুলে সংসদের অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

আরও খবর