অচিরেই নকলনবিশদের চাকরি সরকারি হবে : আইনমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশদের চাকরি অচিরেই স্থায়ীকরণ করা হবে।

সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর