বিমানবন্দরের ওয়ার্কশপে গাড়ির চাকার ভেতরে ৪৬ স্বর্ণের বার

আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের ওয়ার্কশপে থাকা গাড়ির চাকার ভেতর থেকে ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা অভিযান চালিয়ে বারগুলো উদ্ধার করেন।
কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো বারগুলোর ওজন পাঁচ কেজি ৩৩৬ গ্রাম।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।