কালিয়াকৈরের হাইটেক পার্কে তৈরি হবে স্মার্টফোন-ল্যাপটপ : ঘুচবে ১০ লাখ লোকের বেকারত্ব

আলোকিত প্রতিবেদক : সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম রূপরেখা গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক।

এটি তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রের ২৩২ একর জমি নিয়ে গড়ে উঠছে।

প্রশাসনিক ভবন, বৈদ্যুতিক উপকেন্দ্র, টেলিফোন সাব-এক্সচেঞ্জসহ বিভিন্ন অবকাঠামোর কাজ এগিয়ে চলছে।

আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর পার্কটি উদ্বোধন করা হয়। এরপর ক্ষমতার পালাবদলে তা থমকে যায়।

হাইটেক পার্কে রবিবার সকালে সামিট গ্রুপের সামিট টেকনোপলিসের দুটি ব্লকের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এতে ৬০ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে বলে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান সাংবাদিকদের জানান।

এ ছাড়া পার্কের পাঁচ নম্বর ব্লকে দেশে প্রথমবারের মত স্মার্টফোন ও ল্যাপটপ তৈরির কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে পণ্যগুলো তৈরি করা হবে।

এ ব্যাপারে প্রতিমন্ত্রী বলেছেন, দেশে প্রচুর পরিমাণে স্মার্টফোন ও ল্যাপটপ প্রয়োজন। বিদেশ থেকে এসব আমদানি করতে প্রচুর টাকা বাইরে চলে যায়। আর আমদানি নয়। বাংলার মাটিতে তৈরি হবে স্মার্টফোন ও ল্যাপটপ।

তিনি আরও বলেন, আগামী ১০ বছরের মধ্যে হাইটেক পার্কের কাজ সম্পূর্ণ শেষ হবে। এতে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

আরও খবর