হিন্দু-মুসলিম এক সাথে দাহ করার প্রস্তাব সাংসদ মহারাজের!
ডেস্ক নিউজ : ভারতের উত্তরপ্রদেশের উন্নাও আসনের বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ বলেছেন, কৃষি বা শিল্পের জন্য জমি বাঁচাতে দেশে কবরস্থানই তুলে দেওয়া হোক। হিন্দু-মুসলিম-শিখ সবারই দেহ বরং দাহ করা হোক।
বুধবার বিবিসি বাংলার খবরে বলা হয়, ওই সাংসদের যুক্তি, হিন্দু-মুসলিম সবাইকে এক সাথে দাহ করা হলে দেশে জমির অপচয় কমবে। তা ছাড়া সন্ত্রাসবাদেরও রাশ টানা যাবে। কারণ মৃত্যুর পর জান্নাতে হুর-পরি মিলবে বলে জঙ্গিদের এ পথে টেনে আনা হয়। দেহ জ্বলে-পুড়ে খাক হয়ে গেলে সেসব ল্যাঠাও চুকে যাবে।
তার এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধী দলগুলো বলছে, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই এ ধরনের কথা বলা হচ্ছে।
সাক্ষী মহারাজ সন্ন্যাসীর বেশভুষায় থাকলেও তার বিরুদ্ধে খুন ও ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে।