গাজীপুরে শ্রমিক কলোনির ৩ শতাধিক ঘর পুড়ে ছাই
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শতাধিক ঘর পুড়ে গেছে।
রবিবার রাতে নগরীর কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ওই এলাকার শফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে কয়েকজন ব্যক্তি অন্তত ২০টি টিনশেড কলোনি গড়ে তুলেন। সেখানে প্রায় ৬০০ ঘর।
রাত আটটার দিকে হুমায়ুন কবিরের কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের আটটিতে ছড়িয়ে পড়ে। লোকজন প্রথমে স্ট্যান্ডার্ড কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, কলোনিতে আশপাশের কারখানার শ্রমিকরা বসবাস করতেন। আগুনে ঘর ও মালামাল পুড়ে গেছে।
কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।