উৎসবের বদলে ভোটের রং লাল : নারী-শিশুসহ নিহত ৮
আলোকিত প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও সারা দেশে সহিংসতা ও জাল ভোটের ঘটনা ঘটেছে।
এতে নিহতের পাশাপাশি আহত হয়েছেন অনেকে।
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে সংঘর্ষ চলাকালে গুলিতে ১০ বছরের শিশু শুভ নিহত হয়েছে।
যশোর সদরের চাঁচড়া ইউনিয়নে গুলিতে ফেরিওয়ালা আবদুস সাত্তার নিহত হয়েছেন।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে সংঘর্ষে বিপ্লব (৪৫) নিহত হয়েছেন।
মাদারীপুরের ধুরাইলে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধা নিহত হয়েছেন।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাগুটিয়া ইউনিয়নে সংঘর্ষে নমেছা বেগম (৫০) নিহত হয়েছেন।
জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নে সংঘর্ষ চলাকালে হার্ট অ্যাটাকে রফিকুল ইসলাম (৪০) মারা যান।