মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘মেঘের সাঁজে’
মেঘের সাঁজে
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
ধুক ধুক বুকে বাজে শোন শোন
কানাঘাটে ঝঞ্ঝাবাদ ধেয়ে আসে
কালো মেঘের সাঁজে।
পশ্চিম আকাশের কোণা হতে বৈশাখ মাসে
ধোঁয়াশা ঝঞ্ঝাবাদে ঝড়-গুঁড়ি বৃষ্টি
বরফ জমা শিলাখণ্ড
আঘাত করছে সবুজ গাছে।
আকাশ হতে বজ্র ডাকে
বিদ্যুৎ বান ছুটছে মাঠে
কৃষক-কৃষাণ মাঠে-ঘাটে
ভয়ে কাঁপে বিদ্যুৎ দেখে।
বৈশাখ এসেছে আজি সবুজ সাজে
কালো মেঘের ঝঞ্ঝাবাদে
বৈশাখের কালো মেঘ দেখে
ধুর ধুর মন কাঁপে।
মেঘলা আকাশে সাঁজে সাঁজে ঘষা লাগে
আকাশ হতে ঘর্ষণ বিদ্যুতের বজ্রাঘাতে
বিদ্যুৎ চমকে মাঠে-ঘাটে।
আজি এই মেঘলা সাঁজে
ঘরের বাইরে যেও না কেউ মাঠে-ঘাটে।