মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘শিক্ষিত হায়েনার গর্জন’
শিক্ষিত হায়েনার গর্জন
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
আজি হায়েনার গর্জন শিক্ষিত ছায়ারূপে
উত্তম ছদ্মবেশে বিচরণ সমাজে
ক্ষমতার ছায়াতলে বসে
জঘন্য নেশার ফন্দি আঁটে।
কখনো তারা উত্তম আসীনে বসে
অবলীলায় করে অপরাধ।
সফেদ ফুলের নিখুঁত তরুণীর গায়ে
কলঙ্ক দেয় লেপে
স্বার্থের সাধুদের কামনার রেষে
নুসরাত-তনুরা যায় হারিয়ে।
সেদিন ৬ এপ্রিল ২০১৯ সাল
সোনাগাজীর অধ্যক্ষ সিরাজ দৌলার নির্দেশে
নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে
আগুন দেয় লাগিয়ে।
কোটি কণ্ঠে প্রতিবাদের ঝড় ওঠে দেশে
গ্রাম হতে শহরে পড়ে শোরগোল
নড়েচড়ে বসে বড় বড় শাসক।
মুখোশধারী শয়তান সিরাজ
দিনের পর মাস পেরিয়ে বছর
কত মেয়েকে করেছে হরণ!
লজ্জা-শরমে কত মেয়ে
পদতলে হারিয়েছে ইজ্জত-সম্মান।
আজি অজানা হাজারো সিরাজের ফাঁদে
কত শত নারী
প্রতিদিন বিচারহীনতায় কাঁদে।