শ্রীপুরে ছিনতাইকারীর ছুরিতে প্রাণ গেল অটোচালকের
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
মাওনা ফ্লাইওভার এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া (২৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের আতিকুল ইসলামের ছেলে।
টেপিরবাড়ী বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, আলম মিয়া স্যানিটারি মিস্ত্রি ছিলেন। কাজ না পেলে তিনি নিজের অটো চালাতেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জারিন রাফা জানান, আল-আমিন নামের একজন ছুরিকাহত যুবককে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মাওনা চৌরাস্তার একাধিক ব্যবসায়ী জানান, রাত ১২টার পর ফ্লাইওভারের নিচে ও আশপাশে ছিনতাইকারীরা অবস্থান নেয়। তারা সুযোগমত পথচারী, যাত্রী ও অটোচালকদের আটকে ছিনতাই করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মো. নাসিম জানান, ফ্লাইওভারের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ছুরিকাহত যুবক পড়ে ছিলেন। তার বুকের ডান পাশে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।