গাজীপুরে মন্ডল গ্রুপের কারখানায় বিস্ফোরণ, আহত ২২

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে পোশাক কারখানার গ্যাসলাইনের কম্প্রেসর রুমে বিস্ফোরণে অন্তত ২২ জন আহত হয়েছেন।

সোমবার নগরীর কাশিমপুর থানার জরুন এলাকার মন্ডল গ্রুপের কটন বিডি লিমিটেডে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন ফাইজুল হক (৫১), সবুর (৩৫), সাহাবুল ইসলাম (৪৪), চাঁন মিয়া (৪৫), আসলাম সিকদার (২৭), আবদুল হক (৬০), সোহেল রানা (২৪), আল-আমিন গাজী (৩৫), হৃদয় (১৭), খোকন (৪৫), ফজলুল হক (৫২), তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মে দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় কিছু শ্রমিক গ্যাসলাইনের কম্প্রেসর রুমে ও কিছু নির্মাণ শ্রমিক নতুন দেয়াল নির্মাণের কাজ করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে বিকট শব্দে বিস্ফোরণে নিরাপত্তাকর্মীসহ অন্তত ২২ জন আহত হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর