নিবন্ধনের বাইরে প্রায় আড়াই কোটি সিম

আলোকিত প্রতিবেদক : আঙুলের ছাপযুক্ত বায়োমেট্রিক পদ্ধতিতে প্রায় ১০ কোটি ৮২ লাখ সিম নিবন্ধিত হয়েছে।

পুনঃনিবন্ধিত হয়নি দুই কোটি ৩৭ লাখ সিম।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বুধবার সাংবাদিকদের এ তথ্য জানায়।

মোবাইল অপারেটররা জানায়, অনিবন্ধিত প্রায় আড়াই কোটি সিম মঙ্গলবার রাত ১২টার পর থেকে বন্ধ হওয়া শুরু হয়েছে। বন্ধ হওয়া সিম থেকে কয়েক দিন কল আসতে পারে। তা পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে।

বিটিআরসির নির্দেশনায় বলা হয়, বন্ধ হয়ে যাওয়া সিম আবার চালু করতে নতুন সিম কেনার নিয়ম অনুসরণ করতে হবে। বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে একটি নতুন সিম কিনতে অপারেটরভেদে ১৫০ থেকে ২০০ টাকা দাম রাখা হয়। এর মধ্যে সরকার কর হিসেবে পায় ১০০ টাকা।