শিক্ষার্থীদের শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাবেন না, মানুষ বানান : দুদক কমিশনার

আলোকিত প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেছেন, কোন শ্রমিক দুর্নীতি করে না, কোন কৃষক দুর্নীতি করে না। এখনো কথাটি সত্য। দুর্নীতি করে শিক্ষিত মানুষ।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানাবেন না, জজ-ব্যারিস্টার বানাবেন না। তাদেরকে মানুষ বানান, মানুষের মত মানুষ করে গড়ে তুলুন।

বুধবার রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জহুরুল হক এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, শিক্ষার্থীরা যদি মানুষ না হয়, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। দুর্নীতি বেড়ে যাবে। আপনারা যারা শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তা রয়েছেন, তারাই পারেন নতুন প্রজন্মকে মানুষ হিসেবে গড়ে তুলতে।

তিনি আরও বলেন, দুদক কারও তদবির শোনে না। দুর্নীতি করলেই আমরা আইনের আওতায় নিয়ে আসব। কে রাঘব বোয়াল, আর কে চুনোপুঁটি-তা আমরা দেখছি না।

আরও খবর