গাজীপুরে স্কুলছাত্র সোহেল হত্যা মামলায় আসামিদের ফাঁসি দাবি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে স্কুলছাত্র সোহেল রানাকে অপহরণ ও হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
জনমনে নাড়া দেওয়া এ মামলাটি বর্তমানে গাজীপুর আদালতে বিচারাধীন।
হত্যাকারীদের ফাঁসির দাবিতে এরই মধ্যে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে মানববন্ধনও করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের পরিচালনায় মানববন্ধনে ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম মাস্টারসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, জেলা সদরের বানিয়ারচালা গ্রামের ফজলুল হকের ছেলে সোহেল রানা ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে গত ২০১৩ সালের ৯ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অজ্ঞাতনামা একজন তার বাবাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরদিন লুটিয়ারচালা গ্রামের মিনার দাগ নামক স্থানে গজারি বনের ভেতরে গলায় প্লাস্টিকের সুতলি পেঁচানো অবস্থায় সোহেলের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় ফজলুল হক বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩৬ (১২) ১৩। পরে ডিবির এসআই মোহাম্মদ হাসান সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আসামিদের মধ্যে শফিক, আবদুল্লাহ ও মিলন পলাতক। তানজিল, রিপন ও শাহ আলম জামিনে। অপর আসামি সেলিম কারাগারে আছেন।