গাজীপুরে শ্রমিক তাড়িয়ে ইভিন্স গ্রুপের খাস দখলের পাঁয়তারা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ইভিন্স গ্রুপের জোর-জুলুমের মুখে পড়েছে একটি নিরীহ পরিবার।
প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে ওই পরিবারের বসতভিটা জবর দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা যায়, জেলা সদরের শিরিরচালা এলাকায় শিল্প প্রতিষ্ঠান ইভিন্স গ্রুপ অবস্থিত। এর মালিক আনোয়ার-উল আলম চৌধুরী। তিনি বিজিএমইএর সাবেক সভাপতি।
শিরিরচালায় ইভিন্স গ্রুপের বিপুল পরিমাণ জমি রয়েছে। পূর্ব দিকে লাম্বার বাড়ি নামক স্থানে এগ্রো প্রজেক্ট। সেখানে কমলা বাগানের পাশে আধা বিঘা জমির ওপর তাদের দৃষ্টি পড়েছে।
সরকারের ১ নং খতিয়ানভুক্ত ওই জমির আরএস দাগ নং ১২৯৮। প্রায় দেড় যুগ আগে জনৈক আবদুর রহমান পত্তনমূলে অনেক জমির কাগজপত্র তৈরি করেন। পরে তা কয়েকজন শিল্পপতির কাছে বিক্রি করে তিনি উধাও হন।
ভুক্তভোগী হোসনে আরা (৫১) আলোকিত নিউজকে জানান, ওই জমি অন্তত ৮০ বছর আগে থেকে তাদের ভোগদখলে। তার পিতা মৃত ফজলুর রহমানের সূত্রে মাটির ঘর করে তারা বসবাস করছেন। কিছুদিন আগে বাড়ি ছেড়ে দেওয়ার চাপ শুরু হয়।
গত ২২ সেপ্টেম্বর বিকেলে হোসনে আরা ও তার স্বামী এখলাস উদ্দিনকে কারখানার ভেতরে বাংলোতে ডেকে নেন মালিক। সেখানে তাদেরকে হুমকি-ধমকি দিয়ে বাড়ি ছাড়তে বলা হয়। এক পর্যায়ে হোসনে আরাকে থাপড় মারেন শিল্পপতি।
এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে হোসনে আরা পরিবার। বিরাজ করছে উচ্ছেদ আতঙ্ক।
তিনি আরও জানান, ইভিন্স গ্রুপ ওই আবদুর রহমানের মাধ্যমে তার মা আমেনা খাতুনের কাছ থেকে ১১ বিঘা জমি নিয়েছে। খাস জমি জোত হয়ে গেছে প্রচার দেওয়ায় তারা কিছু বুঝতে পারেননি। স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মূল্য দেওয়া হয়েছে তিন লাখ টাকা।
এখলাস উদ্দিন জানান, তিনি ইভিন্স এগ্রোর কেয়ারটেকার ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর বেতন-বোনাস না দিয়েই তাকে তাড়িয়ে দেওয়া হয়। জমির জন্য তাদের ওপর জুলুম করা হচ্ছে।
এ ব্যাপারে চেষ্টা করেও ইভিন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরীর সাথে কথা বলা যায়নি।