গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে তার স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ওরফে শরিফুল (৪৫) নীলফামারী সদর উপজেলার রামকলা এলাকার নূর আলমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, নিহত মোহছেনা (৩৫) নগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার রুহুল আমিনের বাসায় ভাড়া থেকে জিএমএস পোশাক কারখানায় চাকরি করতেন। পরে একই কারখানার শ্রমিক শরিফুলের সাথে তার বিয়ে হয়।
বিয়ের পর মোহছেনা জানতে পারেন যে শরিফুলের স্ত্রী ও চারটি সন্তান রয়েছে। এ নিয়ে কলহের এক পর্যায়ে মোহছেনা তার স্বামীকে তালাক দেন।
পরে শরিফুল বিভিন্ন সময়ে মোহছেনাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। ২০২০ সালের ৭ ডিসেম্বর সকালে বাসার ভেতর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।