সুশিক্ষায় সমাজে বিপ্লব ঘটবে : বই উৎসবে রিমি

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে বই পড়ার কোন বিকল্প নেই। আর একজন শিক্ষকের কাজ হল শিক্ষার্থীদের বই পড়ায় মনোযোগী করে গড়ে তোলা।

যে কোন অজানা বিষয়কে জানার জন্য মনে আগ্রহ থাকতে হবে। কৌতূহলী শিক্ষার্থীরাই নতুন পথের সন্ধান দিতে পারে।

শুধুমাত্র জিপিএ-৫-এর প্রতি গুরুত্ব না দিয়ে জানার প্রতি আগ্রহ বাড়াতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হলেই সমাজে বিপ্লব ঘটবে।

মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এসব কথা বলেন।

সহকারী কমিশনার (ভূমি) নিলীমা রায়হানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন সেলিম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

উপজেলার ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৬টি কিন্ডারগার্টেন স্কুল, ৭২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি মাদ্রাসায় বই উৎসব পালিত হয়।

আরও খবর