গাজীপুরে ম্যাট্রিক্স সোয়েটার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকার ম্যাট্রিক্স সোয়েটার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে ওই অগ্নিকান্ড হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আক্তারুজ্জামান লিটন জানান, সকালে ফ্যাক্টরির অষ্টম তলায় অগ্নিকান্ড হয়। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে।
সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।