বাঘের গর্জনে উড়ে গেল পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক : বাংলার টাইগাররা আবারও গর্জে উঠল।
গর্জনে প্রকম্পিত হল বাংলাদেশ।
পাকিস্তানকে উড়িয়ে বিজয় ছিনিয়ে আনল মাশরাফি বাহিনী।
ক্রিকেট বিশ্ব মুগ্ধ পলকে উপভোগ করল দুরন্ত ব্যাট-বলের দুর্দান্ত ইনিংস।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শেরেবাংলা নগর জাতীয় স্টেডিয়ামে নতুন রেকর্ড গড়ার লড়াই শুরু হয়।
এতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে আফ্রিদি বাহিনী।
পরে ক্রিকেটের পরীক্ষিত লড়াকুরা মাঠে নামে।
১৯.১ ওভারে হাতে ৫ উইকেট রেখেই ১৩০ রানের লক্ষ্য জয় করে বাংলাদেশ।