গাজীপুরে বনায়নের চারা তুলে বনখেকোদের দাপট!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে সংরক্ষিত বনের ভেতর দিয়ে তৈরি অবৈধ রাস্তা বন্ধের পিলার ও রোপণকৃত চারা তুলে ফেলার ঘটনা ঘটেছে।

ভাওয়াল রেঞ্জের বিকেবাড়ি ও জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বিকেবাড়ি বিটের ডগরী রোড এলাকায় বনের ভেতর দিয়ে তিনটি প্রতিষ্ঠানের যানবাহন চলাচল করছে। এর মধ্যে অমনী এগ্রো ১৯৯১ সালে রাস্তাটি সাধারণ ব্যবহারের অনুমতি নেয়।

পরে অবৈধভাবে বনিটো বাটন কারখানার মালবাহী গাড়ি চলাচল শুরু হয়। ইতিপূর্বে যোগ দেয় অপর একটি প্রতিষ্ঠান।

এরই মধ্যে মাপজোখ করে অমনী এগ্রোর ভেতরে ৬৫ শতাংশ বনভূমি পাওয়া যায়। বনিটো বাটনের বিরুদ্ধেও মেলে বন বিনষ্টের তথ্য।

এর প্রেক্ষিতে পরিবেশ ও বন মন্ত্রণালয় গত মাসে অমনী এগ্রোর অনুমতি বাতিল করলে রাস্তাটি অবৈধ ঘোষিত হয়।

শুক্রবার সকালে প্রবেশমুখে চারটি পিলার পুঁতে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক চারা রোপণ করে বিট অফিস।

এরপর বেলা ১১টার দিকে একদল লোক গিয়ে পিলার উঠিয়ে ও চারা তুলে গাড়ি চলাচল বহাল করেন।

একই রোডের বাউপাড়া বিট এলাকায় গ্রীন গোল্ড এগ্রো প্রোডাক্টস কারখানা অবস্থিত। চলতি বছর চালু হয়েছে নতুন ডিপো।

কারখানাটির বনভূমি দখল ও গজারি গাছ কাটা নিয়ে আলোকিত নিউজ ডটকমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তৎপর হয় বন বিভাগ।

গত ২২ জানুয়ারি উচ্ছেদ অভিযান চালায় বিট অফিস। ছয়টি পিলার পুঁতে আটকে দেওয়া হয় অবৈধ রাস্তা।

এরপর দুটি পিলার উঠিয়ে ফেললে আবারও আটকে দেওয়া হয়। শুক্রবার সকালে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ চারা।

রাত আটটার দিকে কারখানার মালিক লোকজন নিয়ে পিলার উঠিয়ে ও প্রায় ১০০ চারা তুলে গাড়ি চলাচল বহাল করেন।

এ ব্যাপারে বাউপাড়া বিট কর্মকর্তা আজাদুল কবির আলোকিত নিউজকে বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর