কাপাসিয়ায় নির্বাচনী সহিংসতায় মামলা : আসামি ১০

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার রায়েদ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মামলা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান হবির ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে থানায় মামলাটি করেন।

মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল হাকিম মোল্লাহ হিরণ নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার কিছুক্ষণ পর রায়েদ মধ্যপাড়া এলাকায় হবির দুই ছেলের ওপর হামলা চালানো হয়।

এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর করায় এক লাখ টাকার ক্ষতি হয়।

আসামিরা হলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহাত, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল, মিনহাজ, সৌরভ, হাফিজুল, বাপ্পী, দীপ্ত, যুবলীগ নেতা শাকিল মোল্লা, রাব্বী ও সুমন।

এ ছাড়া হবির সমর্থক জেলা পরিষদের সদস্য ওয়াজ উদ্দিন মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে থানায় আরেকটি এজাহার দেওয়া হয়েছে।

আরও খবর