পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে ধ্বংসাত্মক : রাশিয়া

ডেস্ক নিউজ : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও ধ্বংসাত্মক হবে।

ইউক্রেনে এক সপ্তাহ ধরে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। এর প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে।

বুধবার নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলার সময় তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কিয়েভ পারমাণবিক অস্ত্রধারী হয়ে উঠলে তা রাশিয়াকে প্রকৃত বিপদের সম্মুখীন করবে। যে কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে অভিযান শুরু হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিকল্প হিসেবে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন।

আরও খবর