বাবা-মেয়ের আত্মহত্যা : শ্রীপুরের কর্ণপুরে মানবাধিকার কমিশন

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক গাজীপুরের শ্রীপুরে আত্মহত্যা করা বাবা-মেয়ের বাড়ি পরিদর্শন করেছেন।

সোমবার দুপুরে তিনি কর্ণপুর সিটপাড়া গ্রামে নিহতের স্ত্রী হালিমা বেগমের সাথে কথা বলেন।

মর্যাদাহানি, লজ্জা, ক্ষোভ ও বিচারহীনতার কারণেই হযরত আলী ও তার মেয়ে আয়শা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

চেয়ারম্যান বলেন, হালিমার অভিযোগ অনুযায়ী তার মেয়েকে যে নির্যাতন করা হয়েছে, সে ব্যাপারে থানায় জিডি হয়েছিল। কিন্তু পুলিশ কোন অ্যাকশন নেয়নি।

তিনি বলেন, তাদেরকে ফৌজদারি বিচারের আওতায় এনে আইনের কাঠগড়ায় সোপর্দ করতে হবে। নিহতের পরিবারের জন্য সকল আদালতে আমরা লড়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের পরিচালক শরীফ উদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সবুর প্রমুখ।

আরও খবর