শ্রীপুরে শিলাবৃষ্টি : ৩ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে শিলাবৃষ্টিতে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শিলাবৃষ্টির আঘাতে আহত কয়েকজন চিকিৎসাও নিয়েছেন।
এলাকাবাসী জানান, সোমবার রাত আটটার দিকে শিলাবৃষ্টিতে গাজীপুর ইউনিয়নের ধনুয়া, নয়াপাড়া, নগর হাওলা, ফরিদপুর, তেলিহাটি ইউনিয়নের আবদার, কাওরাইদ ইউনিয়নের যোগিরসিট, বিধাই ও গলদাপাড়া গ্রামে বাড়িঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।
এ ছাড়া উঠতি বোরো ফসল, সবজি ক্ষেত ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে।
মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের ম্যানেজার মো. হাসান জানান, শিলাবৃষ্টির পর তাদের হাসপাতালে পাঁচজন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে মাথায় আঘাত পাওয়া কাশর গ্রামের সুফিয়া খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নগর হাওলা গ্রামের আরিফুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে তার চারটি ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।
একই গ্রামের হোসেন আলী বলেন, দুটি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে।
ধনুয়া গ্রামের নবী হোসেন বলেন, তার পাঁচ বিঘা সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। জমির পাকা ধানও ঝরে গেছে।
মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার তালুকদার বলেন, শিলাবৃষ্টিতে বিদ্যালয়ের টিনের চাল নষ্ট হয়ে গেছে। নতুন ৭০ বান টিন প্রয়োজন।
তেলিহাটি ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন সরকার বলেন, শিলাবৃষ্টিতে তার ইউনিয়নের দুটি গ্রামের প্রায় বাড়িঘরের টিনের চাল নষ্ট হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।