ঘূর্ণিঝড় ফণী : ৮ লাখ বাসিন্দাকে সরাল ভারত
ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় ফণীর কারণে ভারতের উপকূলীয় এলাকা থেকে প্রায় আট লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন, ফণী আঘাত হানার পর বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ফণী শুক্রবার বিকেলে ভারতের পুরীতে আঘাত হানতে পারে।
ত্রাণ কর্মকর্তারা জানান, উড়িষ্যা রাজ্যের ১৩টি জেলার প্রায় ১০ লাখ মানুষের জন্য এক হাজারেরও বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৯৭৬ সালের পর মহাসাগরীয় অঞ্চলে এত শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়নি ভারত।
গত তিন দশকে আঘাত হানা চতুর্থ ঘূর্ণিঝড় ফণীর কারণে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।