কাপাসিয়ার রায়েদে ৫ পুলিশকে পেটালেন ব্যবসায়ীরা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়েছেন ব্যবসায়ীরা।

উপজেলার রায়েদ বাজারে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, সিংহশ্রী ফাঁড়ির এএসআই আবু কায়েস পবিত্র রমজানের ইফতার বিক্রিতে বাধা দিলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ ইফতার সামগ্রী ফেলে দিলে ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে পিটুনি দেন।

পুলিশ জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলায় পুরোপুরি লকডাউন চলছে। ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা অমান্য করে ইফতার বিক্রি করায় এএসআই কায়েস ও চার কনস্টেবল গিয়ে বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে কাপাসিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিংহশ্রী পুলিশ ফাঁড়ির এএসআই সেকান্দার আলী জানান, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সাবেক ইউপি মেম্বার বাদল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর