গাজীপুরে মে দিবসে শ্রমিকদের মজুরি ২০ হাজার টাকা করার দাবি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে ১৩৯তম মহান মে দিবস পালিত হয়েছে।

সোমবার নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন হাওলাদার শ্রাবণের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল কাইয়ুম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহাত আহমেদ, সহ-সম্পাদক খুরশিদ আলম মিঠুন, রিয়াদ তফসি, আজিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে আজও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করতে হবে।

আরও খবর