গাজীপুর সিটি নির্বাচনে ১৯ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়েছে নির্বাচন কমিশন।

ইসির আইন শাখার উপ-সচিব আব্দুছ সালাম এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানোর কথা সাংবাদিকদের জানান।

এতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে (বৃহস্পতিবার) ভোট গ্রহণের দিন ধার্য।

নির্বাচনী অপরাধগুলো দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের প্রয়োজনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ আবশ্যক। ভোটের আগের দুদিন, ভোট গ্রহণের দিন ও ভোটের পরের দুদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

আরও খবর