কারাগারের নিরাপত্তায় ৩ হাজার ১০৭ জনের নিয়োগ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাগারের জনবল সংকট নিরসনে তিন হাজার ১০৭ জনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। কারা নিরাপত্তাকে আধুনিকায়ন করার জন্য বিভিন্ন সরঞ্জামাদি কেনা হবে। এ জন্য ৩২ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার কাশিমপুর কারাগারের প্যারেড মাঠে  ৪৮তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারের ভেতর থেকে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোন রকম সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবেন। শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করবেন।

আরও খবর