বঙ্গবন্ধুর ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত

আলোকিত প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন গেজেট আকারে প্রকাশ করা হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ক্যাপ্টেন নূর চৌধুরী (বীর বিক্রম), মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম), রাশেদ চৌধুরী (বীর প্রতীক) ও মোসলেহ উদ্দিন (বীর প্রতীক)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বোচ্চ আদালত খুনিদের ফাঁসির রায় বহাল রাখার পরও মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গেজেটে নাম থাকায় ব্যাপক সমালোচনা হয়। পরে তাদের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।

আরও খবর