গাজীপুরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ৫ জুন শুরু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ছয় লাখ ২২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান প্রস্তুতিবিষয়ক ওরিয়েন্টেশনে এ তথ্য জানান।

তিনি বলেন, জেলায় এক হাজার ৪২৯টি কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুলটি খাওয়ানো হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুটি ভাগে নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সহকারী সিভিল সার্জন রোবানা আফসান বলেন, ভিটামিন ‘এ’ মানবদেহে উৎপাদন হয় না। খাদ্যের মাধ্যমে এটি পূরণ করতে হয়। এ জন্য ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে।

দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক আকন্দ বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্রয়োজনীয়তা ও গ্রহণের তথ্য প্রত্যেকের অবস্থান থেকে প্রচার করা হলে জনসচেতনতা তৈরি হবে। ফেসবুকের মাধ্যমেও প্রচার করা যায়।

সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলামের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, ইপিআইয়ের সুপারিনটেনডেন্ট আমজাদ হোসেন, সাংবাদিক ইকবাল আহমদ সরকার প্রমুখ।

আরও খবর