৩৮ ধরনের সেবায় ন্যূনতম ২ হাজার টাকা কর অযৌক্তিক : সিপিডি

আলোকিত প্রতিবেদক : সরকারি ৩৮ ধরনের সেবায় ন্যূনতম দুই হাজার টাকা করের বিধান বাজেট থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ।

সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, যাদের করযোগ্য আয় নেই, তারাও এই করের আওতায় পড়বেন। এ কারণে উদ্যোগটি নৈতিকতার দিক থেকে ঠিক নয়, আবার যৌক্তিকও নয়।

শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পর্যালোচনা তুলে ধরা হয়।

সিপিডি জানায়, বর্তমান পরিস্থিতিতে অর্থনীতি ও মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও বাস্তবতা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির চাপ। এ চাপ মোকাবিলায় বাজেটে কার্যকর তেমন কোন পদক্ষেপই নেই।

এ ছাড়া বাজেটে এমন কিছু রাজস্ব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কিছু পণ্যমূল্য বাড়বে। যার প্রভাব সরাসরি মানুষের তথা ভোক্তার ওপর পড়বে।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরও খবর