কাপাসিয়ার কপালেশ্বরে কয়লা কারখানাকে জরিমানা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ দূষণের দায়ে এক কয়লা কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উন্মুক্ত স্থানে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ ও জনজীবন হুমকিতে ফেলায় জরিমানা করা হয়।

আদালত সূত্র জানায়, ওই কয়লা ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের কাজে ব্যবহার করা হত। সাত দিনের মধ্যে কারখানাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর