পেঁয়াজের দাম ৬০-৭০ টাকায় চলে আসবে : বাণিজ্যমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মিয়ানমার থেকে ৪৮৩ টন পেঁয়াজ এসেছে। আরও ৪০০-৫০০ টন আসবে।

তিনি বলেন, কাল বা পরশুর মধ্যে পেঁয়াজের দাম ৬০-৭০ টাকায় চলে আসবে। সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম নির্ধারণ করতে শিগগিরই সবার সাথে বসব। এ ছাড়া টিসিবির ট্রাক সেলে পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিজেদের পেঁয়াজ উৎপাদন বাড়াতে হবে। এটাই একমাত্র স্থায়ী সমাধান।

ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর দেশের খুচরা বাজারে পেঁয়াজ ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও খবর