রিং আইডি ৩ মাসে হাতিয়ে নিয়েছে ২১৩ কোটি টাকা : সিআইডি

আলোকিত প্রতিবেদক : ব্যবসায় বিনিয়োগের নামে আমানত সংগ্রহ করে প্রতারণার অভিযোগে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি।

শনিবার দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফুল ইসলাম তিন মাসে ২১৩ কোটি টাকারও বেশি আমানত সংগ্রহ করেছেন। তার প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কোন অনুমোদন নেয়নি।

রিং আইডির কার্যক্রমে আরও কারা জড়িত, আমানতকারীদের টাকা কোথায় রাখা হয়েছে-সে সম্পর্কে জানতে সাইফুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে। ঢাকার বাইরেও কিছু জেলায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রিং আইডি প্রথমে ফেসবুকের মাধ্যমে আত্মপ্রকাশ করে। পরে বৈদেশিক বিনিয়োগ ও কমিউনিটি জবসের প্রতিশ্রুতি দিয়ে আমানত সংগ্রহ শুরু করে।

আরও খবর