কাপাসিয়ায় দুই বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
শামসুল হুদা লিটন : গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কাপাসিয়ায় দুটি বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি বুধবার রাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপজেলার তরগাঁও ও সনমানিয়া ইউনিয়নের ঘোষাব এলাকায় ৩৩/১১ কেভি ও ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন কেন্দ্র দুটি নির্মিত হচ্ছে।
এ সময় রিমি বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উপকেন্দ্র দুটি নির্মাণ করা হচ্ছে। আগামী ৫০ বছর বিদ্যুতের সমস্যা হবে না।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হাসান শাহ নেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ডিজিএম সেলিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার, শাহাদাৎ হোসেন মাস্টার প্রমুখ।