‘দাবি না মানায়’ অধ্যক্ষকে টেনে পুকুরে ফেলল ছাত্রলীগ!
আলোকিত প্রতিবেদক : রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে টেনে নিয়ে পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে ক্যাম্পাসের ভেতরে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এ ঘটনা ঘটান।
এ ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামাল সৌরভসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ অভিযোগ করেন, বিভিন্ন সময় ছাত্রলীগের ছেলেরা তার কাছে অন্যায় দাবি নিয়ে যেতেন। দাবি না মানার কারণে তারা ক্ষুব্ধ ছিলেন।
ক্লাসে উপস্থিতি কম থাকায় দুই ছাত্রের ফরম পূরণ হয়নি। সকালে কয়েকজন তার কাছে গেলে বিভাগীয় প্রধানের কাছে যেতে বলেন।
এতে অশালীন মন্তব্য করে তারা বেরিয়ে যান। জোহরের নামাজ পড়ে অফিসে যাওয়ার সময় তাকে জোর করে তুলে নিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়।
অধ্যক্ষ বলেন, সেখানে পানির গভীরতা ছিল ১২ থেকে ১৫ ফুট। সাঁতার না জানলে হয়তো আজই মারা যেতাম।
চন্দ্রিমা থানার ওসি শেখ গোলাম মোস্তাফা বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। জড়িতদের আইনের আওতায় আনা হবে।